অথর্ববেদ ১/১/৪ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

30 July, 2025

অথর্ববেদ ১/১/৪

অথর্ববেদ ১/১/৪

ঋষিঃ অর্থবা। দেবতাঃ বাচষ্পতিঃ। ছন্দঃ চতুষ্পদা বিরাডুরোহতী

(বুদ্ধিবৃদ্ধ্যুপদেশ্) বুদ্ধির বৃদ্ধির জন্য উপদেশ।


অর্থবা। বাচষ্পতিঃ। চতুষ্পদা বিরাডুরোহতী


উপহুতো বাচস্পতিরুপাল্মান্ বাচস্পতি হ্বয়তাম্। 

সংশ্রুতেন গমে মহি মা শ্রুতেন বি রাধিয়ি।। অথর্ব০ ১।১।৪


পদার্থঃ (বাচস্পতিঃ) বাণীর রক্ষক পরমেশ্বর (উপহুতমঃ) নিকটে আহূত হইয়াছেন (বাচস্পতিঃ) বাণীর পালক (অল্মান্) আমাদিগকে (উপহ্বয়তাম্) নিকটে আহ্বান করুন। (শ্রুতেন) বেদ বিজ্ঞান দ্বারা (সংগমেমহি) আমরা মিলিত হই (শ্রুতেন) বেদ বিজ্ঞানের বলে (মা বি রাধিষি) আমি পৃথক হইব না।। (দীনবন্ধু)


ভাবার্থঃ বেদবাণীর রক্ষক পরমাত্মাকে ব্রহ্মচারিগণ হৃদয়ের অভ্যন্তরে আহ্বান করিয়াছেন। আমাদিগকেও সেই বাণীর রক্ষক তাহার অভ্যন্তরে করিয়াছেন। বেদবিজ্ঞানের সাহার্যে আমরা তাহার সহিত মিলিত হই এবং বেদবিজ্ঞান বলেই তাহার নিকট হইতে পৃথক হইব না।।৪।। 

পরমাত্মা সর্বত্রই পূর্ণভাবে বিরাজমান। তিনি দূরেও নহেন পৃথকও নহেন। স্থান বা কালের দূরত্ব তাহাতে সম্ভব না। অজ্ঞানতার ব্যবধান তাহার নিকট হইতে আমাদিগকে দূরে রাখে। বেদবিদ্যা বলে সেই ব্যবধান দূরীভূত হয়।। (দীনবন্ধু)


পদার্থঃ বাচস্পতিঃ) বাণীর স্বামী, পরমেশ্বরকে (উপহূতঃ) সমীপে আহূত করা হয়েছে, (বাচস্পতিঃ) বাণীর স্বামী (অস্মান্) আমাদের (উপহ্বয়তাম্) সন্নিকটে/সমীপে আহ্বান করবেন। (শ্রুতেন্) বেদবিজ্ঞানের মাধ্যমে/দ্বারা (সঙ্গমেমহি) আমার যেন সংযুক্ত থাকি। (শ্রুতেন্) বেদবিজ্ঞান থেকে যেন (মা বিরাধিষি) আমি আলাদা না হয়ে যাই ॥৪॥ (ক্ষেমকরণ)


ভাবার্থঃ ব্রহ্মচারীগণ পরমেশ্বরের আবাহন করে নিরন্তর অভ্যাস ও সৎকারের দ্বারা বেদাধ্যয়ন করুক, যাতে আচার্যের প্রীতিপূর্বক পাঠ করানো ব্রহ্মবিদ্যা তাঁদের হৃদয়ে স্থির হয়ে যথাযোগ্য প্রয়োগের উপযোগী হয় ॥ এই সূক্তের এটাও তাৎপর্য যে, জিজ্ঞাসু ব্রহ্মচারী নিজের শিক্ষক আচার্যের সদা শ্রদ্ধা, সৎকার করে যত্নপূর্বক বিদ্যাভ্যাস করুক, যাতে সেই শাস্ত্র তাঁদের হৃদয়ে দৃঢ়ভাবে থাকে ॥৪॥ (ক্ষেমকরণজীর ভাবার্থ)॥


টিপ্পণীঃ (বিশ্বানথ বিদ্যালঙ্কার)

[অস্মান্ দ্বারা ব্রহ্মচারীদের অনেকত্ব/বহুত্ব সূচিত হয়েছে। মা বি রাধিষি = বি+রাধ সংসিদ্ধৌ, মাঙি লুঙ্ (সায়ণ), (স্বাদিঃ)। ইহা প্রত্যেক ব্রহ্মচারী বলে।]


টীকাঃ (ক্ষেমকরণ জীকৃত সংস্কৃত) ৪– উপহূতঃ। উপহ্বেঞ্ আহ্বানে–ক্ত। সমীপং কৃতাবাহনঃ, কৃতস্মরণঃ। বাচঃপতিঃ। মং ১ ॥ বাণ্যাঃ পালনিতা, পরমেশ্বরঃ। উপ। সমীপে। আদরেণ। হ্বয়তাম্। হ্বেঞ্–লোট্। আহ্বয়তু স্মরতু। শ্রুতেন। মং ২। অধীতেন, শাস্ত্রবিজ্ঞানের। সম্+গমেমহি। সম্ পূর্বকাত্ গম্লৃ সংগতৌ–আশীর্লিঙ্গি। সমো গম্যৃচ্ছি–প্রচ্ছি। পা ১।৩।২৯। ইতি আত্মনেপদম্, ব্যবহিতাশ্চ। পা ১।৪।৮২। ইতি সমঃ ক্রিয়াপদেন সম্পর্কঃ। সঙ্গচ্ছেমহি, সঙ্গতা ভূয়াস্ম। মা+বি+রাধিষি। রাধ সংসিদ্ধৌ। বিরাধ বিয়োগে লুঙি, আত্মনেপদমেকবচনম্ ইডাগমশ্চ। মাঙি লুঙ্। পা ৩।৩।১৭৫। ইতি লুঙ্। ন মাঙযোগে। পা ৬।৪।৭৪। ইতি মাঙি অটোভাবঃ। অহং বিয়ুক্তো মা ভূবম্ ॥

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ভিরদান্না— সিন্ধু সভ্যতার অন্যতম প্রাচীন সাইট

🏺 ভিররানা (Bhirrana) খননে কি পাওয়া গেছে? ভিররানা (বা ভিরদান্না) প্রত্নতাত্ত্বিক স্থানটি হরিয়ানার (ফতেহাবাদ জেলায়) ঘগ্গর (পৌরাণিক সরস্বতী) ন...

Post Top Ad

ধন্যবাদ