তস্মাচ্ছাস্ত্রম্ প্রমাণম্ তে কার্যাকার্যব্যবস্তিতৌ।
জ্ঞাত্বা শাস্ত্রবিধানাক্তম্ কর্ম কর্ত্বমিহার্হসি।।গীতা-১৬/২৪
পদ০-তস্মাত্। শাস্ত্রম্। প্রমাণম্। তে। কার্যাকার্ব্যবস্তিতৌ। জ্ঞাত্বা। শাস্ত্রবিধানাক্তম্। কর্ম। কর্ত্বুম্। ইহ। অহর্সি।।
পদার্থ-হে অর্জুন! ( কার্যাকার্ব্যবস্তিতৌ ) এই কর্ম।করার যোগ্য হও, ওই করার যোগ্য নয়,এই ব্যবস্থাতে ( তে, শাস্ত্র, প্রমাণম্ ) তোমাদের জন্য শাস্ত্র প্রমাণ ( তস্মাত্) এই জন্য ( শাস্ত্রবিধানাক্তম্) শাস্ত্রের বিধি দ্বারা বলা হয়েছে যে কর্ম ( ইহ) এই সংসারে ( কর্ত্বুম্,অর্হসি) তোমাদের করার যোগ্য হও।
ভাবার্থ-এই শ্লোকে অর্জুনের মনোভাব সব দিক থেকে দূর করা হয়েছে। কৃষ্ণজী একমাত্র বৈদিক মার্গে নিয়ে এসেছেন।।( ভাষ্য-স্বামী আর্যমুনি পরিব্রাজক)
No comments:
Post a Comment
ধন্যবাদ