হিরণ্যগর্ভঃ সমবর্ত্তাগ্রে ভূতস্য জাতঃ পতিরেক আসীৎ।
সদাধারপৃথিবীংদ্যামুতেমাং কস্মৈ দেবায় হবিষা বিধেম।।-ঋগ্বেদ ১০।১২১।১
ভাবার্থঃ- যখন কার্য্যরূপী সৃষ্টির উৎপত্তি হয় নাই তখন হিরণ্যগর্ভরূপী পরমেশ্বরই কেবলমাত্র বিরাজমান ছিলেন। যিনি সূর্য্যাদি প্রকাশ মান পিন্ড, পৃথিবী, অন্তরিক্ষ এবং দূলোক সমস্ত জগৎকে রচনা পূর্ব্বক ধারণ করিয়া আছেন, সেই সুখস্বরূপ পরমেশ্বরূপী (পরম) দেবতাকেই আমরা উপাসনা করি; অপর কাহারও উপাসনা উচিৎ না অর্থাৎ অন্য কাহারও উপাসনা করা আমাদিগের কর্ত্তব্য নহে।
হিরণ্যগর্ভঃ- যাহার উদরে "(জ্যোতি) বিদ্যমান। সেই জ্যোতিরূপ পরমাত্মা"

No comments:
Post a Comment
ধন্যবাদ