देवता: श्रद्धा ऋषि: श्रद्धा कामायनी छन्द: विराडनुष्टुप् स्वर: गान्धारः
প্রিয়ং শ্রদ্ধে দদতঃ প্রিয়ং শ্রদ্ধে দিদাসতঃ।
প্রিয়ং ভোজেষু য়জ্বস্বিদং ম উদিতং কৃধি।।
प्रि॒यं श्र॑द्धे॒ दद॑तः प्रि॒यं श्र॑द्धे॒ दिदा॑सतः । प्रि॒यं भो॒जेषु॒ यज्व॑स्वि॒दं म॑ उदि॒तं कृ॑धि ॥
পদার্থঃ (শ্রদ্ধে) হে সৎ-আস্থা (মে) আমার (ইদম্-উদিতম্) আমার এই ঘোষিত বচনকে (দদতঃ) দান দিয়ে মনুষ্যের (প্রিয়ং কৃধি) কল্যাণ করো (শ্রদ্ধে) হে সৎ-আস্থা (দিদাসতঃ) দানের ইচ্ছাকারী মনুষ্যের কল্যাণ করো (ভোজেষু) দানের ভোক্তা জনের মধ্যে তথা (য়জ্বসু) দক্ষিণা গ্রহণকারী ঋত্বিকের মধ্যে কল্যাণ করো।।
ভাবার্থঃ শ্রদ্ধা ঐশ্বর্যকে উঁচু স্থানে বসায় এইজন্য শ্রদ্ধা আমার এই ঘোষিত বচন সফল হোক, দান দেওয়ার আর দানের ইচ্ছা রেখার কল্যাণ হোক আর দানের ভোগকারীরও কল্যাণ হোক আর যজ্ঞের দক্ষিণা নিয়ে ঋত্বিকেরও কল্যাণ হোক, এই প্রকার শ্রদ্ধা দ্বারা দানকারী শ্রদ্ধা দ্বারা যজ্ঞকারী, শ্রদ্ধা থেকে ভক্ষণকারী আর শ্রদ্ধা দ্বারা দক্ষিণা গ্রহণকারী এইসব শ্রদ্ধাযুক্ত হোক।।

No comments:
Post a Comment
ধন্যবাদ