ঋষিঃ-মধুচ্ছন্দাঃ।। দেবতাঃ-ইন্দ্রঃ।। ছন্দঃ-বিড়াটগায়ত্রী।। স্বরঃ-ষড়জঃ।।
ও৩ম্ অথা তে অস্তমানাং বিদ্যাম সুমতীনাম।
মা নো অতি খ্য আ গজি।।ঋ০ ১।৪।৩
अथा॑ ते॒ अन्त॑मानां वि॒द्याम॑ सुमती॒नाम्।
मा नो॒ अति॑ ख्य॒ आ ग॑हि॥
পদার্থঃ- হে পরম ঐশ্বরর্যযুক্ত পরমেশ্বর! ( তে) আপনার (অস্তমানাম্)১ নিকট অর্থাৎ আপনাকে জানিয়া আপনার সমীপে তথা আপনার আজ্ঞায় স্হিত বিদ্বান ব্যক্তি, যাহারা ( সুমতিনাম্)২ বেদাদি শাস্ত্র পরোপকারী ধর্ম করিতে শ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন হইয়া থাকে, তাহাদের সমাগম দ্বারা আমরা (বিদ্যাম) আপনাকে জানিতে পারি এবং আপনি ( নঃ) আমাদিগকে (আগাহি) প্রাপ্ত অর্থাৎ আমাদের আত্মায় প্রকাশিত হউন এবং ( অথ) ইহার অন্তর কৃপা করিয়া অন্তর্যামী রূপে আমাদের আত্মায় প্রকাশিত হইয়া (মাতিখ্যঃ) সত্য উপদেশে বাধা প্রাপ্ত না করিতে পারে, সেই প্রেরণা সদা আমাদের প্রদান করুন।।
সরলার্থঃ- হে পরম ঐশ্বরর্যযুক্ত পরমেশ্বর! আপনার নিকট অর্থাৎ আপনাকে জানিয়া আপনার সমীপে তথা আপনার আজ্ঞায় স্হিত বিদ্বান ব্যক্তি, যাহারা বেদাদি শাস্ত্র পরোপকারী ধর্ম করিতে শ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন হইয়া থাকে, তাহাদের সমাগম দ্বারা আমরা আপনাকে জানিতে পারি এবং আপনি আমাদিগকে প্রাপ্ত অর্থাৎ আমাদের আত্মায় প্রকাশিত হউন এবং ইহার অন্তর কৃপা করিয়া অন্তর্যামী রূপে আমাদের আত্মায় প্রকাশিত হইয়া সত্য উপদেশে বাধা প্রাপ্ত না করিতে পারে, সেই প্রেরণা সদা আমাদের প্রদান করুন।।
ভাবার্থঃ- যখন মনুষ্যগণ শ্রেষ্ঠ বিদ্বানের সমাগম দ্বারা শিক্ষা এবং বিদ্যার প্রাপ্ত হন, তখনই পৃথিবীর হইতে লইয়া পরম ঐশ্বরর্য পর্যন্ত,পদার্থের জ্ঞান দ্বারা নানা প্রকার সুখী হইয়া পুণঃ সেই অন্তর্যামী ঈস্বরের ইপদেশ ত্যাগ করিয়া কখনো এদিক-সেদিক ভ্রমন করিয়া পতিত হন না।।
টীপ্পনী
১অস্তমানামিত্যস্তিকনামসু পঠিতম্।নিঘ০ ২.১৬।
২মতয় ইতি মনডষ্যনামসু পঠিতম্। নিঘ০ ২.৩।

No comments:
Post a Comment
ধন্যবাদ