আল্লার কসম - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

17 June, 2021

আল্লার কসম

আল্লার কসম

আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা মহাপাপ ও শিরক!
আল্লার নবী বলেছেন:
‘যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করল, সে শিরক করল’ [1]
আল্লার নবী বলেছেন:
 ‘সাবধান! নিশ্চয়ই আল্লাহতাআলা তোমাদেরকে তোমাদের পিতৃপুরুষের নামে শপথ করতে নিষেধ করেছেন। কারো যদি শপথ করতেই হয়, তবে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে।’ [2]
আল্লার নবী আরও বলেছেন:
 ‘যে আমানত বা গচ্ছিত দ্রব্যের নামে কসম করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়’ [3]
সুতরাং আমানত, মর্যাদা, সাহায্য, অমুকের বরকত, তমুকের জীবন, নবীর মর্যাদা,
অলীর মর্যাদা, পীরের মর্যাদা, নেতা-নেত্রী, পিতা-মাতা ও সন্তানের
মাথা-মুণ্ডু ইত্যাদি দিয়ে কসম খাওয়া হারাম, মহাপাপ ও শিরক!”

কোরআনের
আল্লাহ বহুবার ধুলো, মেঘ, নৌকা, পর্বত, আকাশ, বাতাস, সমুদ্র, সময়,
ফেরেশতা, কলম, সকাল, বিকাল, রাত, চাঁদ, তারা, সূর্য, নক্ষত্র, ঘোড়া, ডুমুর,
জয়তুন, শহরসহ ইত্যাদি ইত্যাদি নিয়ে কসম করেছেন! কসম করা যদি শিরক হয়, তবে
তো বড় শিরককারী আল্লাহ নিজেই! আর যদি আল্লাহ করলে শিরক না হয়, তবে আমরা
করলে কসম হারাম, মহাপাপ, শিরক হবে কোন ‍যুক্তিতে!

আল্লাহ কতবড় কসমবাজ! দেখুনঃ
(আয-যারিয়াত ৫১:১-৪) কসম ধূলিঝড়ের, অতঃপর, বোঝা বহনকারী মেঘপূঞ্জের, অতঃপর মৃদুগতিতে চলমান নৌযানসমূহের, অতঃপর নির্দেশ বণ্টনকারী ফেরেশতাগণের
(আত্ব তূর ৫২: ১-৬) কসম তূর পর্বতের, আর কসম কিতাবের যা লিপিবদ্ধ আছে, উন্মুক্ত পাতায়। কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের, এবং সমুন্নত ছাদের, কসম তরঙ্গ-বিক্ষুব্ধ সাগরের,
(আন-নাজম ৫৩: ১) কসম নক্ষত্রের, যখন তা অস্ত যায়।”

প্রিয় মুমিন ভাই-বোনেরা, কসম করা হয় দুই শ্রেণীর মনোবৃত্তি থেকে, দুর্বল/সরল অথবা ধুর্ত/ক্রিমিনাল
আপনাদের আল্লাহ কোন শ্রেণীর কসমবাজ? আর আপনি যদি দাওরা
হাদিস পাশের মাষ্টার্স আলেম হুজুর-এর মত হাদীসের বাণীতে বিশ্বাস রাখেন, তবে
আমাকে আবার বলতেই হবে, “তবে কি মানুষ কসম করলে হারাম! আল্লাহ করলে আরাম!”
তথ্যসূত্র

[1]. আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/৩৪১৯।

[2]. বুখারী, মুসলিম; মিশকাত হা/৩৪০৭।

[3]. আবুদাঊদ, মিশকাত হা/৩৪২০।

1 comment:

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

জন্মকুণ্ডলী ও ভবিষ্যৎবাণী

 বলা হয়, পাঞ্জাবে এক সময় ঝল্লু নামে এক জাট ছিল। তার একমাত্র পুত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন তার মনে এই চিন্তা জাগল—এখন ডাক্তারদের ডাকব ...

Post Top Ad

ধন্যবাদ