📊 নবী মুহাম্মদ (সা.)-এর বিবাহ, স্ত্রীরা ও সন্তান (সহজ চার্ট আকারে)
ক্র. | স্ত্রীর নাম (রা.) | বিবাহের সময় নবীজি (সা.)-এর বয়স | স্ত্রীর বয়স | বিবাহের পূর্বে সম্পর্ক/অবস্থা | সন্তান |
---|---|---|---|---|---|
1 | খাদিজা বিনতে খুয়াইলিদ (রা.) | 25 | 40 | মক্কার ধনী ব্যবসায়ী নারী, বিধবা, নবীজি (সা.) ছিলেন তাঁর বাণিজ্য প্রতিনিধি | ২ ছেলে: কাসেম, আবদুল্লাহ ৪ মেয়ে: যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা |
2 | সাওদা বিনতে জামআ (রা.) | 50 | প্রায় 55 | বিধবা নারী, স্বামীর মৃত্যুতে নিঃসঙ্গ | সন্তান হয়নি |
3 | আয়েশা বিনতে আবু বকর (রা.) | 53 | প্রায় 9 | আবু বকর (রা.)-এর কন্যা, পূর্বে সম্পর্ক: সাহাবীর কন্যা | সন্তান হয়নি |
4 | হাফসা বিনতে উমর (রা.) | 56 | প্রায় 18 | উমর ইবনে খাত্তাব (রা.)-এর কন্যা, পূর্বে বিধবা | সন্তান হয়নি |
5 | যায়নাব বিনতে খুজাইমা (রা.) | 56 | প্রায় 30 | পূর্বে বিধবা, দরিদ্রদের সাহায্য করতেন “উম্মুল মাসাকিন” | সন্তান হয়নি |
6 | উম্মে সালমা হিন্দ বিনতে আবু উমাইয়া (রা.) | 57 | প্রায় 29 | পূর্বে বিধবা, চার সন্তানের জননী ছিলেন | নবীজি (সা.)-এর সঙ্গে নতুন সন্তান হয়নি |
7 | যায়নাব বিনতে জাহশ (রা.) | 58 | প্রায় 38 | নবীজি (সা.)-এর চাচাতো বোন, পূর্বে ছিলেন দত্তকপুত্র যায়েদ বিন হারিসার স্ত্রী | সন্তান হয়নি |
8 | জুয়ারিয়া বিনতে হারিস (রা.) | 58 | প্রায় 20 | বন্দি অবস্থায় মুসলিম হলেন, মুক্তি পান ও বিবাহ হল | সন্তান হয়নি |
9 | উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান (রা.) | 59 | প্রায় 35 | মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ানের কন্যা, পূর্বে স্বামী খ্রিস্টান হয়ে গিয়েছিল | সন্তান হয়নি |
10 | সাফিয়া বিনতে হুয়াই (রা.) | 59 | প্রায় 17 | ইহুদি নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা, বন্দি অবস্থায় ইসলাম গ্রহণ করেন | সন্তান হয়নি |
11 | মাইমুনা বিনতে হারিস (রা.) | 60 | প্রায় 26 | পূর্বে বিধবা, নবীজি (সা.)-এর খালা উম্মুল ফাদলের বোন | সন্তান হয়নি |
12 | মারিয়া ক্বিবতিয়া (দাসী, স্ত্রী মর্যাদায়) | 61 | অজ্ঞাত (যুবতী) | মিসরের শাসকের উপহার হিসেবে আসেন | ১ ছেলে: ইব্রাহিম |
📝 সারসংক্ষেপ
-
মোট স্ত্রী: ১১ জন (আনুষ্ঠানিকভাবে বিবাহিত) + মারিয়া ক্বিবতিয়া (দাসী, স্ত্রী মর্যাদায়)
-
সন্তান:
-
খাদিজা (রা.) থেকে: ৬ জন (২ ছেলে, ৪ মেয়ে)
-
মারিয়া (রা.) থেকে: ১ জন (ইব্রাহিম)
-
অন্য স্ত্রীদের থেকে সন্তান হয়নি।
-
No comments:
Post a Comment
ধন্যবাদ