মুহাম্মাদ নামের অর্থ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

13 April, 2025

মুহাম্মাদ নামের অর্থ

 

মুহাম্মাদের প্রকৃত নাম
ছবিঃ  حیات محمد ﷺ

মুসলিমরা মুহাম্মাদকে "মুস্তাফা", "মাহমুদ" এবং "আহমদ" নামেও সম্বোধন করে থাকে। "মুস্তাফা" অর্থ "নির্বাচিত" এবং "আহমদ" অর্থ "অধিক প্রশংসিত"। মুছলমানদের মতে মুহাম্মাদের পুরো নাম "আবুল কাসিম মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ আল কুরাইশি" (محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم بن عبد مناف القرشي)সংক্ষেপে তাকে "আবুল কাসিম মুহাম্মাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আল হাশিমি" বলেও ডাকা হয়। এই নামের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়: "কুরাইশ গোত্রের আব্দুল মানাফের পুত্র হাশিম, হাশিমের পুত্র আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ"। "মুহাম্মদ" শব্দের আক্ষরিক অর্থ হলো "প্রশংসার যোগ্য", এটি কোন নির্দিষ্ট ব্যক্তির নাম নয়। এটি আরবি শব্দ "আলহামদ" (الحمد) থেকে এসেছে, যার অর্থ "প্রশংসা"। এই নামটি ইসলাম মতের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদের (সাঃ) নামে পরিচিত হলেও বাস্তবে তা নয়। ইসলামী জগতের বিখ্যাত ইহুদী স্কলার ডঃ ইউসুফ জিদান (Dr. Youssef Ziedan) এর মতে নবুয়ত প্রাপ্তির সময় অর্থাৎ ৪০ বছর বয়স পর্যন্ত নবীজীর প্রকৃত নাম ছিল কুথাম বা কুসম 'Qutham' (পুস্তকঃ Hayat e Muhammad, page: 39). ২০১৭ সালে এক আইনে চীনে শিশুদের নাম মোহাম্মদ নামকরণ করা অবৈধ করা হয়। নবীজীর পিতার নাম আবদুল্লাহ মুত্তালিব (আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব), আবদুল্লাহ অর্থ আল্লার গোলাম। 

কিন্তু ইসলামের আগে আল্লার গোলাম শব্দ কিভাবে নাম হিসেবে ব্যবহৃত হয়? প্রকৃত পক্ষে তাঁর নাম আব-দুল-লাত, যা ২৫০বছর পরে অর্থাৎ আব্বাসীয় খিলাফতের পর ইসলামিক স্কলারেরা মুহাম্মদের জীবনী লেখার সময় পরিবর্ত্তন করে দেন। পূর্ব নাম কুথাম বাস্তবে মুহাম্মদের পিতামহের এক পুত্রের নাম যিনি, মুহাম্মদ যখন মাতৃগর্ভে ছিলেন তখন মারা যান। পিতা মাতার মৃত্যুর পর আব্দুল মুত্তালিব বা শায়বা ইবনে হাশিম শিশু মুহাম্মদ (সা.)–কে লালন পালন করেন। মুহাম্মদ (সা.) দশ বছর বয়সী থাকাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। যাই হোক সেই নাম থেকে আব্দুল মুত্তালিব মুহাম্মদের নাম রাখেন 'কুথাম'। কিন্তু ইসলামী ইতিহাস আনুযায়ী  পাওয়া যায় একজন প্যাগন (কুরাইশ উপজাতি) নারীর ওপর আল্লাহর আদেশ আসে পুত্রের নাম 'মুহাম্মদ' রাখার। মুহাম্মাদের জন্মের পূর্বেই তার পিতা মৃত্যুবরণ করেন এবং ছয় বছর বয়সে তার মাতা মৃত্যুবরণ করেন।

ইসলাম পূর্বে কুরায়শ সহ বিভিন্ন গোত্রের প্রধান দেবতা বা উপাস্য ছিলেন 'হুবাল' এবং তাঁর কন্যা লাত, মানাত ও উজ্জা দেবী। যাদেরকে আল্লাহর তিন কন্যা হিসেবে ধারণা করা হত। নবীজীর পিতা-মাতা প্যাগনদের এই দেব দেবীর উপাসক ছিলেন। আল্লাহ الله হলো সৃষ্টিকর্তার জন্য ব্যবহৃত একটি আরবি শব্দ। এটা কোন নাম নয় এটা নামের পূর্বে বা পরে ব্যহহার করা উপাধির ন্যায় একটি শব্দ যেমন মিঃ বা মিসেস। এই মিঃ বা মিসেস কারো নাম হতে পারে না। উদাঃ ভারতে রাজা রামচন্দ্র জীর নামের সাথে ব্যবহৃত হয় 'ভগবান্' শব্দ (ভগবান রামচন্দ্র), আবার পরমাত্মা বোঝাতেও ভগবান শব্দের ব্যবহার করা হয় অর্থাৎ ভগবান অনেক হতে পারে। ইসলাম-পূর্ব সময় থেকে আরবের বিভিন্ন গোষ্ঠীর লোকেরা ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করে আসছে। সুনির্দিষ্টভাবে, স্রষ্টা বুঝাতে মুসলিমগণ (আরব ও অনারব উভয়) ও আরব খ্রিস্টানগণ এই শব্দটি ব্যবহার করে থাকে।

______________চলবে

 


No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

अथर्ववेद 6/137/1

  एक वरिष्ठ वैदिक विद्वान् ने मुझे अथर्ववेद के निम्नलिखित मन्त्र का आधिदैविक और आध्यात्मिक भाष्य करने की चुनौती दी। इस चुनौती के उत्तर में म...

Post Top Ad

ধন্যবাদ