সামবেদ ২৬০ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

02 November, 2023

সামবেদ ২৬০

मा꣡ न꣢ इन्द्र꣣ प꣡रा꣢ वृण꣣ग्भ꣡वा꣢ नः सध꣣मा꣡द्ये꣢ । 

त्वं꣡ न꣢ ऊ꣣ती꣢꣫ त्वमिन्न꣣ आ꣢प्यं꣣ मा꣡ न꣢ इन्द्र꣣ प꣡रा꣢ वृणक् ॥२६०॥

মা ন ইন্দ্র পরা বৃণভবা নঃ সধমাদ্যে। ত্বং ন ঊতী ত্বমিন্ন আপ্যং মা ন ইন্দ্র পরা বৃণক্‌ ॥৩।২।২।৮॥
এখানে 'মা ন ইন্দ্র পরা বৃণক্' এই অংশের পুনরুক্তির দ্বারা প্রবল ইচ্ছে সূচিত হয়। নিরুক্তকার বলেন যে, পুনরুক্তিতে সুবিশাল অর্থ লুকিয়ে থাকে। যেমন অদ্ভুত বস্তুকে দেখে দ্রষ্টা বলেন, 'অহো দর্শনীয়, অহো দর্শনীয়।' (নিরু০ ১০।৪০) ॥৮॥

সরলার্থঃ হে পরমেশ্বর্যবান পরমেশ্বর ! তুমি আমাদের ত্যাগ করো না। যেখানে আমরা একসাথে আনন্দে বিদ্যমান থাকি, সেই গৃহ, যজ্ঞ প্রভৃতিতে তুমি আমাদের সহায়ক হও। তুমি আমাদের রক্ষক, তুমিই আমাদের পরম বন্ধু। হে পরমেশ্বর! তুমি আমাদের ত্যাগ করো না অর্থাৎ আমাদের কৃপা থেকে বঞ্চিত করো না ॥৮॥
ভাবার্থঃ পরমেশ্বর সর্বত্র বিদ্যমান। তবুও আমরা পরমেশ্বরকে অনুভব করতে পারি না। কিন্তু যখন সাধনার মাধ্যমে পরমেশ্বরকে অনুভব করতে পারি, তখন পরমেশ্বর আমাদের অতি আপন, পরম বন্ধু বলে মনে হয়। তখন আমাদের মনের মধ্যে একটি তীব্র প্রার্থনা সৃষ্টি হয় যে, 'হে ঈশ্বর ! আমরা যেন আর কখনো তোমাকে ভুলে না যাই। কারণ আমরা যদি তোমাকে ভুলে যাই, তখন আমাদের মনে হয় তুমিই যেন আমাদের ত্যাগ করে চলে যাচ্ছ। তাই হে পরমেশ্বর! তুমি কখনো আমাদের মন, প্রাণ, বুদ্ধি, হৃদয়কে থেকে চলে যেও না।' ॥৮॥

সামবেদ ২৬০


No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

যজুর্বেদ অধ্যায় ১২

  ॥ ও৩ম্ ॥ অথ দ্বাদশাऽধ্যায়ারম্ভঃ ও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ তত্রাদৌ বিদ্বদ্গুণানাহ ...

Post Top Ad

ধন্যবাদ