সুভদ্রা ও শ্রীকৃষ্ণ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

10 January, 2024

সুভদ্রা ও শ্রীকৃষ্ণ

সুভদ্রা ও শ্রীকৃষ্ণ সম্পর্ক


কিছু লোকের ভ্রান্ত ধারণা থাকতে পারে যে বাসুদেব এবং কুন্তী উভয়ই শূরসেন দ্বারা জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পরে তিনি তার কন্যা পৃথাকে কুন্তিভোজকে দিয়েছিলেন। 

মহাভারতে মহারানী কুন্তীর জন্য বিশেষণ প্রয়োগ হয়েছে "দুহিতা কুন্তীভোজস্য" [আদিপর্ব অধ্যায় ১১১ শ্লোক সংখ্যা ১], দুহিতা শব্দ দূহ ধাতু থেকে উৎপত্তি, যার এক অর্থ কোন বস্তু থেকে অপর কোন অন্য পদার্থের বের হওয়া। তাৎপর্য উৎপন্ন হওয়া, অতঃ কুন্তী জী কুন্তীভোজের নিজের কন্যা প্রমাণিত হয়। এছাড়া আদিপর্ব অধ্যায় ২২০ শ্লোক সংখ্যা ৭ "কুন্তী ভোজাত্মজা" শব্দ এসেছে, যার অর্থ নিজের থেকে জন্ম নেওয়া কন্যা ["আত্মজ"-অষ্টাধ্যায়ী ৩।২।৯৮]। মহারানী কুন্তী, শূরসেনের কন্যা এবং পরে রাজা কুন্তী ভোজের পালিতা অর্থাৎ কাকার দ্বারা পালিতা, এটা কুমারিল ভট্টের পরে কোন সময় যুক্ত করা হয়েছে। 



No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

বৈদিক রশ্মি বিজ্ঞানম্

ভূমিকা বেদ হল সংসারের সবথেকে প্রাচীন গ্রন্থ, এটা তো সর্ববিদিত, কিন্তু বেদের পরিচয় কেবল এটুকুই নয়। যে গ্রন্থ সবথেকে পুরোনো হবে, সেটাই যে সব...

Post Top Ad

ধন্যবাদ