গীতা ৪/৩২ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

12 August, 2022

গীতা ৪/৩২

                                    এবং বহুবিধা যজ্ঞা বিবতা ব্রহ্মণো মুখে। 

কর্মজান্ বিদ্ধি তান্ সর্বানেবং জ্ঞাত্বা বিমোক্ষ্যসে।।৩২।।

পদ০-েএবম্। বহুবিধাঃ। যজ্ঞাঃ। বিততাঃ। ব্রহ্মণাঃ। মুখো। কর্মজান্। বিদ্ধি।তান্। সর্বান্। এবম্ জ্ঞাত্বা। বিমোক্ষ্যসে।।

পদার্থ-( এবম্) এই প্রকার ( বহুবিধাঃ) বহু প্রকারের ( যজ্ঞাঃ) যজ্ঞ (:বিততা) বিস্তারপূর্বক ( ব্রহ্মণাঃ) বেদের ( মুখো) দ্বারা বিবৃতি করা হয় ( তান্সর্বান্) সেই সমস্ত যজ্ঞকে ( কর্মজান্,বিদ্ধি) কর্ম থেকে উৎপন্ন হয়েছে জানো ( জ্ঞাত্বা) এই প্রকার জেনে তুমি ( বিমোক্ষ্যসে) কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে।।

ভাবার্থ-বিষয় এই যে যখন তুমি নিস্কাম কর্ম করবে যে সমস্ত যজ্ঞে মুখ্য তখন তোমার কর্ম বন্ধনের কারণ হবে না। ( ভাষ্য -মহামহোপাধ্যায় পণ্ডিত আর্যমুনি পরিব্রাজক)

অনুবাদঃ এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে।অভয়চরণারবিন্দ 
গীতা ৪/৩২


No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

বৈদিক রশ্মি বিজ্ঞানম্

ভূমিকা বেদ হল সংসারের সবথেকে প্রাচীন গ্রন্থ, এটা তো সর্ববিদিত, কিন্তু বেদের পরিচয় কেবল এটুকুই নয়। যে গ্রন্থ সবথেকে পুরোনো হবে, সেটাই যে সব...

Post Top Ad

ধন্যবাদ