••ভূমিকা••
আমি ঈশ্বর তত্বের উপর নিষ্পক্ষ বৈজ্ঞানিক দৃষ্টি দ্বারা বিচার করে থাকি। আমি বিশ্বের সমস্ত ঈশ্বরবাদীকে জিজ্ঞেস করতে চাই যে, ঈশ্বর নামের কোনো পদার্থ এই সৃষ্টিতে বিদ্যমান আছে কি, নাকি নেই? যেমন কোনো অজ্ঞানী ব্যক্তিও সূর্য, চন্দ্র, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, নক্ষত্র, আকাশগঙ্গা, উদ্ভিদ এবং প্রাণীদের অস্তিত্বের উপর কোনো শঙ্কা করে না, সেরকমই এইসব বাস্তবিক পদার্থের মূল নির্মাতা ও সঞ্চালক ঈশ্বর তত্বের উপর সকল ঈশ্বরবাদী শঙ্কা বা সন্দেহ থেকে মুক্ত কি? সংসারের বিভিন্ন পদার্থের অস্তিত্ব ও স্বরূপ কোনো আস্থা ও বিশ্বাসের উপর নির্ভর করে কি? যদি না হয় তবে এই পদার্থের নির্মাতা যাকে ঈশ্বর বলে মানা হয় তিনি কেন কোনো আস্থা ও বিশ্বাসের উপর নির্ভরশীল? আমাদের আস্থা না হওয়াতে কি ঈশ্বর থাকবে না? আমাদের আস্থার দ্বারা সংসারের কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদার্থও না তো নির্মাণ হতে পারে আর না আস্থা সমাপ্ত হলে পরে কোনো পদার্থের অস্তিত্ব নষ্ট হতে পারে, তাহলে আমাদের আস্থার দ্বারা ঈশ্বর কিভাবে নির্মাণ হতে পারে আর কেনই বা আমাদের আস্থা সমাপ্ত হলে পরে ঈশ্বর মুছে যেতে পারে? সৃষ্টির কোনো পদার্থের স্বরূপও কি আমাদের আস্থার দ্বারা পরিবর্তন হতে পারে? যদি না হয়, তবে কেন আমরা নিজের-নিজের আস্থার কারণে ঈশ্বরের রূপ পরিবর্তনের কথা বলে থাকি? সংসারের সকল ভৌতিক ক্রিয়ার বিষয়ে কোথাও কোনো বিরোধ নেই, কোথাও আস্থা, বিশ্বাসের বৈশাখীর আবশ্যকতা নেই, তাহলে কেন ঈশ্বরকে এরকম দুর্বল ও অসহায় বানানো হল, যা আমাদের আস্থাগুলোতে বিভক্ত মানব ও মানবের মাঝে বিরোধ, হিংসা ও দ্বেষকে বৃদ্ধি করা হচ্ছে। আমরা সূর্যকে একটি মানতে পারি, পৃথিবী আদি লোক, নিজের-নিজের শরীরকে এক সমান স্বীকার করে আধুনিক ভৌতিক বিদ্যাকে মিলেমিশে পড়তে ও পড়াতে পারি, তাহলে কেন আমরা ঈশ্বর আর তার নিয়মকে এক সমান স্বীকার করে পরস্পর মিলেমিশে থাকতে পারি না? আমরা ঈশ্বরের বানানো সৃষ্টি এবং তার নিয়মের উপর বিনা কোনো পূর্বাগ্রহে সংবাদ ও তর্ক-বিতর্ক প্রেমপূর্ণক করে থাকি, তবে কেন এই সৃষ্টির রচয়িতা ঈশ্বর তত্বের উপর কোনো চর্চা, তর্কতে ভয় পাবো ? কেন কিঞ্চিৎ মতভেদ হওয়া মাত্রই ফাতওয়া জারী করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, হিংসায় উদ্যত হয়ে যায়। সৃষ্টির নির্মাতা ঈশ্বর তত্বের অস্তিত্ব কি কারও শঙ্কা ও তর্ক মাত্রতেই কেঁপে উঠবে, মুছে যাবে ?
যদি ঈশ্বর তর্ক, বিজ্ঞান বা বিরোধী পক্ষের আস্থা ও বিশ্বাস তথা নিজের পক্ষের অনাস্থা ও অবিশ্বাস দ্বারাই মুছে যায়, তাহলে এরকম ঈশ্বরের মূল্যই বা কি হবে? এরকম পরজীবী, দুর্বল, অসহায়, ঈশ্বরের পূজা করে কি লাভ? তাকে কেন মানা হবে? কেন সেই কল্পিত ঈশ্বর আর তার নামে প্রচলিত কল্পিত ধর্মে ব্যর্থ একগুঁয়ে হয়ে ধন, সময় ও শ্রমের অপব্যয় করা হবে?
![]() |
ঈশ্বরপ্রসূত ভৌতিকীর নিয়ম |
"We an imagine that this complicated array of moving things which constitutes 'the world' is something like a great chess game being played by the Gods, and we are observed of the game. We do not know what the rules of the games are, all we are allowed to do is to watch the playing. Of course, if we watch long enough, we may eventually watch on to a few rules. The rules of the game are whats we mean by fundamental physics." (Lectures on Physics Pg.13)
এর মানে হল যে এই সংসার নিশ্চিত নিয়মে নির্মিত ও নিশ্চিত নিয়মে চলছে। সেই নিয়ম ঈশ্বর দ্বারা নির্মিত হয়েছে আর তিনিই তাকে সক্রিয় করে সংসারকে নির্মাণ করেন আর চালনা করেন। বৈজ্ঞানিক সেই অসংখ্য নিয়মের মধ্যে কয়েকটিকে জানতে পারবে মাত্র, তাকে নির্মাণ বা চালনা করতে পারবে না। এখানে ফাইনম্যান একটা বড় ভুল অবশ্য করে দিয়েছেন, সেটা God এর স্থানে Gods লিখে দিয়েছেন। যদি নিয়মের নির্মাতা অনেক Gods হয়, তাহলে নিয়মের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে না। সকল Gods কে সমন্বিত ও নিয়ন্ত্রণকারী কোনো Supreme God অর্থাৎ God এর অস্তিত্ব অবশ্যই মানতে হবে আর মূলভূত ভৌতিক নিয়মের নির্মাতা একটাই God (ঈশ্বর) হবে।
হিন্দি পড়তে চাইলে👉 পড়ুন
এখন আমরা মনে করি যে সেই God অর্থাৎ ঈশ্বরের ভৌতিক নিয়মই মূলভূত ভৌতিক বিজ্ঞান নামে জানা হয়। এই বিজ্ঞানের উপর সম্পূর্ণ ভৌতিক বিজ্ঞান, খগোল, রসায়ন, জীব, বনস্পতি, ভূগর্ভ, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল সাইন্স আদি সকল শাখাগুলো আশ্রিত। মূলভূত ভৌতিক বিনা সংসারে বিজ্ঞানের অস্তিত্বই সম্ভব নয়। যখন ঈশ্বরের ভৌতিক নিয়ম যারদ্বারা এই সংসারকে জানা যায়, যা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের বুদ্ধিবাদী প্রাণী বা মানুষের জন্য সমান, তখন সেই ঈশ্বরকে জানার জন্য আবশ্যকতা তারই নির্মিত আধ্যাত্মিক নিয়ম অর্থাৎ অধ্যাত্ম বিজ্ঞানও (যাকে প্রায়শই ধর্ম বলা হয়ে থাকে) তো সকল মানুষের জন্য সমানই হবে। আশ্চর্যের বিষয় হল যে সাধারণ তর্ক বোঝারও বুদ্ধি ঈশ্বরবাদীদের মধ্যে আর নেই, তাহলে নিশ্চয়ই এটা তাদের কল্পনাপ্রসূত ঈশ্বরীয় ধারণা ও কল্পিত উপাসনা - পূজা পদ্ধতিরই ফল, যেখানে সত্য অন্বেষণের বৈজ্ঞানিক মেধা কোথাও পালিয়ে গেছে।
ঈশ্বরবাদী বৈজ্ঞানিক কেবল Feynman -ই নন বরং অনেক প্রতিভাশালী বৈজ্ঞানিক ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছেন আর করেন। কারণ বর্তমান বিজ্ঞান কেবল প্রয়োগ, প্রেক্ষণ ও গণিতীয় ব্যাখ্যার সাহায্যেই জীবিত আছে আর তার স্বরূপও এটাই। এই কারণে তারা ঈশ্বরের ব্যাখ্যা ইহার দ্বারা না তো করতে পারেন আর না তারা সেই ব্যাখ্যার ইচ্ছা করেন। অন্যদিকে Stephen Hawking তো The Grand Design পুস্তকের মধ্যে যেন বিশ্বের সকল ঈশ্বরবাদীদের মূর্খ মনে করে নিরর্থক ব্যঙ্গ করেছেন। বিজ্ঞানের নাম নিয়ে স্বয়ং অবৈজ্ঞানিকতারই পরিচয় দিয়েছেন। এই পুস্তকের পূর্বে তারই পুস্তকের মধ্যে তিনি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন, তারপর ধরুন অকস্মাৎ তিনি ভারী খোঁজ করে বিশ্বে ঘোষণা করেছেন যে ঈশ্বর নামের কোনো অস্তিত্ব ব্রহ্মাণ্ডের মধ্যে নেই। অপরদিকে আজ বিশ্বে এরকম ভয়ংকর পাপ প্রবাহ চলছে যে ঈশ্বরবাদী যারা নিজেকে বলছে তারাও এরকম ব্যবহার করছে, যেন তাদের উপর ঈশ্বর নামের কোনো সত্তাই নেই, সেসব অহংকারী মানব স্বয়ংকেই সর্বোচ্চ সত্তার মতো ব্যবহারের প্রদর্শন করতে দেখা যায়। এই কারণে সারা বিশ্বের বৈজ্ঞানিক অনীশ্বরবাদী ও ঈশ্বরবাদী উভয়কেই আহ্বান করতে চাইবো যে তারা যেন ঈশ্বরের অস্তিত্বের উপর খোলা মন দিয়ে চিন্তা করতে উদ্যত হয়ে যান। আজ অনেক ঈশ্বরবাদী বিদ্বান ঈশ্বরবাদী বৈজ্ঞানিকদের প্রমাণ দিতে দেখা ও শোনা যায়, কিন্তু আমরা ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ কোনো বৈজ্ঞানিকের দ্বারা নেওয়াটা আবশ্যক মনে করি না। এখন সেই সময় আসবে যখন বর্তমান বৈজ্ঞানিক আমার মতো বৈদিক বৈজ্ঞানিকদের প্রমাণকে মানা প্রারম্ভ করে নতুন বৈজ্ঞানিক যুগের সূত্রপাত করবে অর্থাৎ আমাদের সঙ্গে মিলে কাজ করবে। আমি আজ সারা বিশ্বের সমস্ত প্রবুদ্ধ সমাজের কাছে ঘোষণাপূর্বক বলতে চাই যে, যদি ঈশ্বর না থাকে, তাহলে সব ঝঞ্ঝাট ছেড়ে দিয়ে নাস্তিক ও স্বচ্ছন্দ হয়ে যাও আর যদি ঈশ্বর সিদ্ধ হয়, তাহলে তার আজ্ঞাতে চলে নির্দিষ্ট জীবনযাপন করার সঙ্গে বিশ্বকে সুখী বানানোর চেষ্টা করো, কারণ সম্পূর্ণ সংসার হল সেই ঈশ্বরেরই রচনা আর এই কারণে সব মানুষই নয় বরং সকল প্রাণীমাত্র পরস্পরের ভাইভাই।
••ঈশ্বরের অস্তিত্বের উপর নতুন ভাবে বিচার••
এখন আমরা ঈশ্বরের অস্তিত্বের উপর নতুন ভাবে বিচার করবো -
আমরা এখন পর্যন্ত বৈজ্ঞানিকদের নিকট যেসব চর্চাই সৃষ্টি বিজ্ঞানের উপর করেছি, সেসব থেকে একটি বিচার এটা সামনে আসে যে বৈজ্ঞানিক "কেন" প্রশ্নের উত্তর দেয় না কারণ তাদের দৃষ্টিতে এটা বিজ্ঞানের বিষয় নয়। আমরা বিশ্বের মধ্যে নানা স্তরে নিম্ন প্রশ্নবাচক শব্দের সম্মুখ হয়ে থাকি -
১. কেন
২. কে
৩. কার জন্য
৪. কি
৫. কিভাবে ইত্যাদি
এই প্রশ্নগুলোর মধ্যে "কি", "কিভাবে" এর উত্তরের বিষয়ে বর্তমান বিজ্ঞান বিচার করার চেষ্টা করছে মনে হচ্ছে। যদিও এই উভয় প্রশ্নেরও পূর্ণ সমাধান তো বিজ্ঞানের কাছে নেই কিন্তু প্রচেষ্টা অবশ্য নিষ্ঠাপূর্বক হচ্ছে। অন্য প্রশ্ন "কি", "কে" এবং "কার জন্য" এই তিন প্রশ্নের বিষয়ে বিচার করাও আধুনিক বিজ্ঞানের জন্য কিঞ্চিৎ রুচির বিষয় নয়। আমরা এই প্রশ্নের অভিপ্রায়ে ক্রমশঃ বিচার করবো -
📒 কেন - এই প্রশ্ন প্রয়োজনের খোঁজের জন্য প্রেরিত করে। আমরা অবশ্যই সারা জীবন ধরে নানা প্রকারের কর্ম করে থাকি এবং নানা দ্রব্যের সংগ্রহ করি। এসবের কোনো না কোনো প্রয়োজন অবশ্যই থাকে। যেকোনো বুদ্ধিমান প্রাণী কোনো না কোনো প্রয়োজন হেতুই প্রবৃত্তি রেখে থাকে। মূর্খ মানুষ যদিও বা নিষ্প্রয়োজন কর্মের মধ্যে প্রবৃত্তি রাখতে পারে, বুদ্ধিমান তো কখনও এরকমটা করবে না। বিশ্বের উপর বিচার করুন যে এটা কেন নির্মিত হয়েছে আর কেন সঞ্চালিত হচ্ছে? এটির প্রত্যেক গতিবিধির কোনো না কোনো প্রয়োজন অবশ্যই রয়েছে। "কেন" প্রশ্নটির উপেক্ষাকারী কোনো বৈজ্ঞানিক কি এটা বলতে পারবে যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড নিষ্প্রয়োজনে রচনা হয়েছে? আমি মনে করি প্রত্যেক মানুষকে সর্বপ্রথম "কেন" প্রশ্নটির উত্তরই খোঁজার চেষ্টা করা উচিত। যেরকম কেউ কোনো কর্ম করার পূর্বে তার প্রয়োজন জানে, সেরকম এই সৃষ্টির উৎপত্তি হওয়া, কোনো শরীরধারীর জন্ম নেওয়ার প্রয়োজনটাকে জানারও চেষ্টা করা উচিত। বর্তমান বিজ্ঞান এই প্রশ্নের থেকে দূরে থাকার কারণেই আজ সেটা অনেক অনুসন্ধান করার পরেও তার উদ্দেশ্যমূলকভাবে দুষ্প্রভাবের উপর বিচার করছে না। এই কারণে মানবকে নিজের বিভিন্ন ক্রিয়াকলাপ, এমনকি বেঁচে থাকার প্রয়োজনেরও জ্ঞান না থাকায় ভোগের অতি তৃষ্ণাতে বিচরণ করে অশান্তি ও দুঃখের জালে ফেঁসে যেতে হচ্ছে।
📒 কে - এই প্রশ্নটি "কেন" এর সঙ্গে যুক্ত। কোনো কাজ কি প্রয়োজনের জন্য হচ্ছে, এর সাথেই এরসঙ্গে যুক্ত থাকা অন্য প্রশ্ন এটাও উৎপন্ন হয় যে, কে সেই কাজটিকে সম্পন্ন করেছে অথবা কে সম্পন্ন হচ্ছে অর্থাৎ তার প্রয়োজনটা কি? এই সৃষ্টির প্রত্যেক ক্রিয়ার একটি নিশ্চিত প্রয়োজন রয়েছে, সঙ্গে তার প্রযোজক কোনো চেতন তত্ব রয়েছে। কোনো জড় পদার্থ প্রযোজক হয় না। জড় পদার্থ প্রয়োজনের সামগ্রী তো হতে পারে কিন্তু তার কর্তা অর্থাৎ প্রযোজক নয়। চেতন তত্বই জড় তত্বের উপর সাম্রাজ্য ও নিয়ন্ত্রণ করে। চেতন তত্ব স্বতন্ত্র হওয়ায় কর্তাপনের অধিকারী হবে, অন্যদিকে জড় পদার্থ স্বতন্ত্র না হওয়ায় কর্তৃত্ব সম্পন্ন হতে পারবে না।
📒 কার জন্য - এই প্রশ্ন এই কথার বিচার করে যে, কোনো কর্তা কোনো কর্ম করেছে বা করছে, তো সে কর্ম কি নিজের জন্য করেছে বা করছে অথবা অন্য কোনো চেতন তত্বের জন্য করছে? এখানে কোনো উপভোক্তা হবে আর উপভোক্তাও কেবল চেতনই হয়ে থাকে। জড় পদার্থ কখনও না তো নিজের উপভোগ করতে পারে আর না সে অন্য জড় পদার্থের উপভোগ করাতে পারে।
📒 কি - এই প্রশ্ন পদার্থের স্বরূপের পূর্ণতঃ ব্যাখ্যা করে। জগৎ কি? এর স্বরূপ কি? মূল কণা কি? ঊর্জা ও দ্রব্য কি? বল কি? এইসব প্রশ্নের সমাধান হল এই ক্ষেত্রের বিষয়। বর্তমান বিজ্ঞান তথা দর্শন শাস্ত্র উভয় এই প্রশ্নের উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করে থাকে। এর ক্ষেত্র অধিক ব্যাপক। বর্তমান বিজ্ঞান এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিতে সমর্থ নয়। যেখানে বিজ্ঞান অসমর্থ হয়ে যায়, সেখানে বৈদিক বিজ্ঞান কিংবা দর্শন শাস্ত্র এর উত্তর দিয়ে দেয়।
📒 কিভাবে - যেকোনো ক্রিয়া কিভাবে সম্পন্ন হয়? জগৎ কিভাবে নির্মাণ হয়েছে? দ্রব্য ও ঊর্জা কিভাবে ব্যবহার করে? বল কিভাবে কাজ করে? এইসব প্রশ্নের সমাধান হল এই ক্ষেত্রের বিষয়। বর্তমান বিজ্ঞান এই ক্ষেত্রে কাজ করে কিন্তু এটিরও পূর্ণ সন্তোষপ্রদ উত্তর তার কাছে নেই। অন্য প্রশ্নগুলো না জেনে এটির সন্তোষপ্রদ উত্তর পাওয়াও যাবে না।
এই পাঁচটি প্রশ্নের অতিরিক্ত অন্য কিছু প্রশ্নও রয়েছে, যাদের সমন্বয় এই পাঁচটি প্রশ্নের মধ্যেই প্রায় হতে পারবে।
এখন আমরা সৃষ্টি উৎপত্তির প্রেক্ষাপটে কেন ও কে প্রশ্নের উপর ক্রমশঃ বিচার করবো -
📚 Big Bang Theory এর প্রেক্ষাপটে -
পূর্বোক্ত Big Bang Theory তে অনেক প্রশ্ন নিম্নানুসার উপস্থিত হয়েছে -
• অনন্ত সঘন ও অনন্ত তাপযুক্ত শূন্য আয়তনকারী পদার্থের মধ্যে অকস্মাৎ বিস্ফোরণ কেন হল তথা একে কে করেছে?
• যদি Steven Weinberg এর Big Bang এর উপর বিচার করা হয়, তাহলে সেখানেও কেন ও কে প্রশ্ন উপস্থিত হবেই। যদি চেতন নিয়ন্ত্রক সত্তাকে স্বীকার করা যায়, তবে বলা যেতে পারে যে সে করেছে আর জীবদের ব্যবহারে আসার যোগ্য বুদ্ধিমত্তাপূর্ণ সৃষ্টির নির্মাণ করার জন্য বিস্ফোরণ করে কিন্তু অনীশ্বরবাদী এটির উত্তর কখনও দিতে পারবে না। এক বৈজ্ঞানিক আমাকে জিজ্ঞেস করেছিল যে যদি ঈশ্বরকে মানা হয়, তবুও এই প্রশ্ন উঠবে যে ঈশ্বর অকস্মাৎ আজ থেকে প্রায় ১৩.৬ অর্ব বর্ষ পূর্বেই কেন বিস্ফোরণ করে? তো এটির উত্তরে ঈশ্বরবাদী তো উচিত উত্তর দিতে পারবে। চেতন তত্ব ইচ্ছা ও জ্ঞান শক্তি দ্বারা সম্পন্ন হয়ে থাকে। সে কোনো কাজের সময় ও প্রয়োজন নিজের বুদ্ধি দ্বারা নিশ্চিত করতে পারে। কোনো পাখি বৃক্ষ থেকে অমুক সময়ে কেন উড়ে গেল? আমি অমুক সময়ে অমুক কাজ কেন করেছি? আমি খিদে পেলে ভোজন করবো নাকি করবো না, এটা আমার ইচ্ছা ও বিবেকের বিষয় হবে, এখানে "কেন" প্রশ্ন উচিত হবে না কিন্তু বৃক্ষ থেকে পাতা কেন পড়েছে? এখন বৃষ্টি কেন হচ্ছে? জল নিচের দিকে কেন বইছে? এই প্রশ্নের উত্তর অবশ্য দেওয়ার যোগ্য হবে, কারণ এখানে ইচ্ছা এবং বিবেক নেই।
এই কারণে ঈশ্বরবাদী Big Bang এর সময় ও প্রয়োজনের ন্যায্যতাকে সিদ্ধ করতে পারে, অনীশ্বরবাদী কখনও করতে পারবে না। আমার বলার প্রয়োজন এটা নয় যে ঈশ্বর দ্বারা Big Bang হওয়া সম্ভব অর্থাৎ যদি Big Bang Theoriest ঈশ্বরের সত্তাকে মেনে নেয়, তবে Big Bang Theory সত্য হতে পারে। কিন্তু না, ঈশ্বর তত্বটিও বর্তমান বৈজ্ঞানিকতার Big Bang -কে সম্পন্ন করতে পারবে না। Big Bang কিভাবে হয়? এটির সমাধান ঈশ্বরবাদ দ্বারাও হওয়া সম্ভব নয়। ঈশ্বরও নিজের নিয়মের অর্থাৎ মূলভূত ভৌতিকীর নিয়মের বিরুদ্ধ কাজ করতে পারে না। আমি Big Bang থিওরীর সমীক্ষাতে দেখিয়েছি যে এই থিওরীতে ভৌতিকীর কত মূলভূত নিয়মের উলঙ্ঘন রয়েছে? (Big Bang এর উপর আচার্য জীর সমীক্ষা আপনি বেদ বিজ্ঞান আলোক গ্রন্থে পড়তে পারেন বা Vaidic Physics YouTube Channel এ ভিডিও দেখতে পারেন যথা - https://youtu.be/XMYeIKrmRWo)
হ্যাঁ, যদি কোনো লোকে বিস্ফোরণ মানা যায়, সেই লোকটিও অনাদি না মানা হয়, সঙ্গে ভৌতিকীর পূর্বোক্ত নিয়মের উলঙ্ঘন না হয়ে থাকে, তাহলে ঈশ্বর দ্বারা বিস্ফোরণ করা যেতে পারে কিন্তু সেই একটি বিস্ফোরণেই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের নির্মাণ হওয়াটা সম্ভব নয়। শূন্য থেকে ঈশ্বরও সৃষ্টির রচনা করতে পারবে না। সৃষ্টি রচনার জন্য অনাদি জড় উপাদান কারণের আবশ্যকতা অবশ্যই হবে কিন্তু জড় পদার্থে স্বয়ং গতি, ক্রিয়া হয় না, এই কারণে এদের উৎপন্ন করতে ঈশ্বরের ভূমিকা অবশ্যই হবে। অনন্ত পদার্থ (অনন্ত তাপ অনন্ত দ্রব্যমান) দ্বারা সীমিত ঊর্জা ও সীমিত দ্রব্যমানকারী ব্রহ্মাণ্ডের উৎপত্তি কেন হয়? এর উত্তর অনীশ্বরবাদী দিতে পারবে না, অপরদিকে ঈশ্বরবাদী এটির উত্তর দিয়ে বলতে পারে যে ঈশ্বর তার নিজের প্রয়োজনানুসার অনন্ত পদার্থ দ্বারা কিছু পদার্থকে ব্যবহারে নিয়ে এসে ব্রহ্মাণ্ডের রচনা করতে পারে। যেভাবে জনগণের মাঝে কোনো ব্যক্তি পদার্থ বিশেষ দ্বারা কিছু ভাগ নিয়ে নিজের ইচ্ছার প্রয়োজনানুসার কোনো বস্তু বিশেষের নির্মাণের জন্য স্বতন্ত্র, তার ইচ্ছা বা প্রয়োজনের উপর কোনো অন্য ব্যক্তি প্রশ্ন উপস্থিত করতে পারবে না, সেই ভাবে অনন্ত পদার্থ দ্বারা কিছু পদার্থকে নিয়ে পরমাত্মা সীমিত দ্রব্যমান ও ঊর্জাকারী ব্রহ্মাণ্ডের নির্মাণ করে থাকে। আমরা এর উপর এই প্রশ্ন করতে পারবো না যে তার অনন্ত পদার্থের শেষ ভাগের ব্যবহার কেন করেনি অথবা অনন্ত দ্রব্যমান বা ঊর্জা দ্বারা যুক্ত ব্রহ্মাণ্ড কেন নির্মাণ করেনি? তাছাড়া এখন তো এই প্রশ্নটিও অনুত্তরিত যে ব্রহ্মাণ্ড সীমিত নাকি অনন্ত? আমাদের দৃষ্টিতে ব্রহ্মাণ্ড ঈশ্বরের অপেক্ষায় সীমিত তথা আমাদের অপেক্ষায় অনন্ত। আমরা যে পদার্থকে এরকম মনে করি যে সেটি ব্রহ্মাণ্ড নির্মাণে কাজে লাগেনি, সেটা আমাদের অল্পজ্ঞতাই হবে। বস্তুতঃ যে পদার্থটি এরকম সেটিও ব্রহ্মাণ্ডের সঞ্চালন আদিতে পরোক্ষ ভূমিকা নিয়ে থাকে। সে পদার্থই প্রাণ, মন, ছন্দ ও মূল প্রকৃতি রূপে বিদ্যমান থাকে। দ্বিতীয় কথা এটাও যে প্রারম্ভে দ্রব্যমান, ঊর্জার মতো লক্ষণ বিদ্যমানই হয় না।
• দূরে ছড়িয়ে যাওয়া পদার্থ সংঘনিত হওয়া কিভাবে প্রারম্ভ করে? অনীশ্বরবাদী দূরে ছুটতে থাকা পদার্থের সংঘনিত হওয়ার যথার্থ কারণ বলতে পারবে না কিন্তু ঈশ্বরবাদী এটির এইভাবে সমাধান করতে পারে যে দূরে ছুটতে থাকা পদার্থকে ঈশ্বর সৃষ্টি সৃজন হেতু তার সূক্ষ্ম তরঙ্গ রূপ শক্তিশালী পদার্থ দ্বারা অবরোধ করে সংঘনিত করতে পারে অর্থাৎ সংঘননের প্রক্রিয়া প্রারম্ভ করতে পারে।
📚 Eternal Universe
এই মতের উপর আমি একমাত্র প্রশ্ন এটা তুলে ছিলাম যে যেকোনো কণা বা ক্বাণ্টা, যারমধ্যে কোনো প্রকারের বল অথবা ক্রিয়া বিদ্যমান হবে, সেটা অনাদি হতে পারবে না। সঙ্গে আমি এটাও বলেছি যে, যে পদার্থ কোনো অন্য সূক্ষ্মতর পদার্থের সংযোগ দ্বারা নির্মাণ হয়েছে, সেটা অনাদি হতে পারবে না। এটির কারণও আমি এই সিদ্ধান্তের সমীক্ষার সময়ে বলে দিয়েছি। এখন আমরা সৃষ্টির অনাদিত্বের উপর কিছু অন্য পদ্ধতি দ্বারা বিচার করবো। গতি কি অনাদি? - "সৃষ্টি" শব্দের অর্থ হল - "নানা পদার্থের বুদ্ধিপূর্বক - মিশ্রণ দ্বারা নতুন-নতুন পদার্থের উৎপত্তি হওয়া", এই মিশ্রণের ক্রিয়াতে বল আর গতি হওয়াটা অনিবার্য। প্রশ্ন হল এটা যে, জড় পদার্থের মধ্যে কি স্বয়ং বল অথবা গতি হওয়া সম্ভব? এই সৃষ্টিতে যা যা বল ও গতি দেখতে পাওয়া যাচ্ছে, সেসব কি মূলতঃ তাদের নিজেরই? এই বিষয়ে মহর্ষি বেদব্যাস বলেছেন "প্রবৃত্তেশ্চ (অনুপপত্তেঃ)" (ব্র০সূ০ ২|২|২) অর্থাৎ জড় পদার্থের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কোনো ক্রিয়া ও গতি আদি হতে পারে না। তারমধ্যে গতি ও ক্রিয়াকে উৎপন্নকারী কোনো চেতন তত্ব অবশ্য হয়ে থাকে। আমরা আমাদের চতুর্দিকে নানা প্রকারের গতিগুলো নিরন্তর দেখি, যারমধ্যে কয়েকটি বস্তুর গতির দাতা চালক দেখা যায়, তো কয়েকটির গতির চালক দেখা যায় না। এখন আমরা বিচার করবো যে, কোন-কোন পদার্থ আছে যাদের চালক দেখা যায় না আর কোন-কোন পদার্থ এরকম আছে যাদের চালক দেখা যায়, কিংবা দেখা যেতে পারে। আমরা শুধু রেলগাড়ী, গাড়ি আদির বাহনের চালককে প্রত্যক্ষ দেখে থাকি, তাদের ইচ্ছা বা চেষ্টা আদি ক্রিয়াগুলোর অনুভব করে থাকি। আমরা বাহনের গতিকে প্রারম্ভকারী চেতন বাহন চালককে দেখি কিন্তু বাহনের ইঞ্জিনের মধ্যে হতে থাকা ক্রিয়াগুলোকে মাত্র জ্বালানী দ্বারা উৎপন্ন মেনে নেই। জ্বালানী বা তারদ্বারা উৎপন্ন ঊর্জা বাহনকে কিভাবে গতি দেয়, বিদ্যুৎ বড়-বড় যন্ত্রকে কিভাবে চালায়, বিদ্যুৎ চুম্বকীয় বল কিভাবে কাজ করে, ঊর্জা ও বল কি? এসব প্রশ্নের স্পষ্ট জ্ঞান আমাদের নেই। বর্তমান বিজ্ঞানও এই কথাকে স্বীকার করে। Richard P. Feynman লিখেছেন -
"It's important to realise that in physics today, we have no knowledge of what energy is." (Lectures on Physics- P. 40)
"If you insist upon a precise definition of force you will never get it." (id. P. 147)
"Why things remains in motion when they are moving or why there is a law of gravitation was, of course not known." (id. P. 15)
এরদ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে আধুনিক ভৌতিক বিজ্ঞান বল এবং ঊর্জাকে ঠিক -ঠিক বুঝতে পারছে না। সেটি কিভাবে কাজ করে, এটা অজ্ঞাত। সূক্ষ্ম পরমাণু অণু অথবা তরঙ্গ কিভাবে একটানা চলছে? এটাও সর্বদা অজ্ঞাত। Feynman এর এই স্পষ্ট স্বীকারোক্তি প্রশংসনীয়। বস্তুতঃ বর্তমান বিজ্ঞানের কার্যশৈলীর একটা সীমা রয়েছে। Science শব্দের অর্থ করে Chambers Dictionary তে লেখা আছে যে -
"Knowledge ascertained by observation and experiment, critically tested, systematized and brought under general principles, esp in relation to the physical world, a department or a branch of such knowledge or study."
Oxford advanced learners dictionary -র Indian Edition এর মধ্যে Science এর অর্থ এইভাবে করেছে-
"Organised knowledge esp when obtained by observation and testing of facts, about the physical world, natural laws."
এই উভয় পরিভাষার দ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে ভৌতিক জগতের যে জ্ঞান প্রয়োগ, প্রেক্ষণ আর বিবিধ পরীক্ষণের দ্বারা তত্ত্বাবধান এবং ব্যবস্থীত হয়ে থাকে, সেটা আধুনিক বিজ্ঞানের সীমানাতে মানা হয়। এর দ্বারা এটাও স্পষ্ট হচ্ছে যে, আমাদের কাছে পরীক্ষণের যত অধিক সাধন উপলব্ধ হবে, আমাদের বিজ্ঞান তত অধিক পরীক্ষণ করে সৃষ্টির পদার্থকে জানতে পারবে। নিজের টেকনিক্যাল সাধনের সীমার বাইরে যেকোনো পদার্থ, সেটা যত যথার্থই হোক না কেন, তাকে বিজ্ঞান স্বীকার করে না। পশ্চিমী দেশের বিজ্ঞানে আইজ্যাক নিউটনের পূর্বে গুরুত্বাকর্ষণ বলের জ্ঞান ছিল না, গ্যালিলিও এবং কোপারনিকাসের পূর্বে পৃথিবীর আকার ও পরিক্রমণের জ্ঞান ছিল না, ততক্ষন তাদের জন্য গুরুত্বাকর্ষণ বল, পৃথিবীর গোলাকৃতি হওয়া তথা সূর্যের চতুর্দিকে পরিক্রমণ করা আদি বিষয় বিজ্ঞানের ক্ষেত্রের মধ্যে আসতো না অর্থাৎ এইসকল তথ্য কল্পনামাত্র ছিল। কিন্তু যখন এই বৈজ্ঞানিকগণ এসবের উপর প্রেক্ষণ ও প্রয়োগ করে, তো এসব তথ্য বৈজ্ঞানিক সত্য রূপে প্রতিষ্ঠিত হয়ে যায়। আজ সংসারে যা যা নতুন নতুন আবিষ্কার হচ্ছে, তা আজকের পূর্বে কল্পনার বিষয় ছিল কিন্তু এখন বিজ্ঞান ও টেকনিক হয়েছে। এই কারণে বলা হচ্ছে যে বিজ্ঞান পরিবর্তনশীল। এটিকে বর্তমান বিজ্ঞানের বিশেষত্ব বলা হবে নাকি অপূর্ণতা, এটা বৈজ্ঞানিকদের স্বয়ং ভাবা উচিত।
আমি সূর্যকে দেখতে পারবো কিনা, এটিতে সূর্য আর তার বিজ্ঞানের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তাহলে আমি এটিকে নিজের প্রেক্ষণের ও প্রয়োগের সীমার মধ্যে কঠোরতাপূর্বক কেন বেঁধে রাখার জিদ করবো? স্থূল রূপে জ্ঞানের দুটো ক্ষেত্র রয়েছে। একটি হল, যার প্রেক্ষণ ও প্রয়োগের টেকনিক বর্তমানে উপলব্ধ আছে, দ্বিতীয় হল, যার প্রয়োগ ও পরীক্ষণের টেকনিক মনুষ্য দ্বারা বিকশিত করার সম্ভাবনা হতে পারে। এর অতিরিক্ত জ্ঞানের এক ক্ষেত্র এরকমও আছে যার প্রয়োগ ও পরীক্ষণ কোনো টেকনিক দ্বারা সম্ভব নয়, বরং যাকে য়োগ সাধনাজন্য দিব্যদৃষ্টি দ্বারাই জানা যেতে পারে। এই তিন প্রকারের জ্ঞানের মধ্যে উচিত তর্ক হওয়াটা অনিবার্য হবে। যে কথা সামান্য সুতর্ক তথা ঊহার দৃষ্টি দ্বারাও অসম্ভব মনে হবে, সেটি উপরোক্ত তিন প্রকারের জ্ঞানের মধ্যে একটি জ্ঞানের ক্ষেত্রতেও আসবে না। এখানে ঊহা ও তর্কের যথার্থ অভিপ্রায়ও গম্ভীর বিচারকই জানতে পারবে, সামান্য ব্যক্তি নয়। যে যে ব্যক্তির প্রতিভা, সাধনা যার-যার অধিক হবে, তার-তার তর্ক ও ঊহা শক্তি তত অধিক যথার্থ হবে। এই কারণে বর্তমান বিজ্ঞানকে তার নিজের সীমানার বাইরে গিয়ে সুতর্ক ও ঊহার দৃষ্টি দ্বারাও বিচার করা উচিত। যদি কোনো সজ্জন এটা বলে যে সুতর্ক ও ঊহা বিজ্ঞানের ক্ষেত্রে কোনো মহত্ব নেই, আমি সেই সজ্জনকে বলতে চাইবো যে, বিজ্ঞানের জন্ম সুতর্ক এবং ঊহা দ্বারাই হয়ে থাকে আর যেখানে বিজ্ঞানের সামর্থ্য বা সীমানা সমাপ্ত হয়ে যায়, সেখানে তার সমাপ্তি সুতর্ক ও ঊহা রূপ দর্শনের মধ্যেই হয়ে যায় কিংবা বিজ্ঞানের চরম সীমার পরে দর্শনের সীমা পুনঃ প্রারম্ভ হয়ে যায়।
•••দর্শন ও বৈদিক বিজ্ঞান•••
যখন নিউটন আপেলকে নিচে পড়তে দেখেন, সেসময় তার মনে এই ঊহা ও তর্কের উৎপত্তি হয় যে আপেল নিচেই কেন পড়েছে? তার এই ভাবনা দ্বারা গুরুত্বাকর্ষণের খোঁজ আর এতদর্থ করা প্রয়োগ, পরীক্ষণ ও পরীক্ষার জন্য ভিত্তি স্থাপন করা হয়। আপেল পড়তে অনেকেই দেখেছে বা সেই সময়ও দেখতো কিন্তু এই ভাবনা নিউটনের মস্তিষ্কেই আসে, কারণ তিনি তর্ক ও ঊহা দ্বারা সম্পন্ন ব্যক্তি ছিলেন। দর্শনকে ইংরেজি ভাষায় Philosophy বলা হয়, যার পরিভাষা করে Chambers Dictionary তে লেখা আছে যে -
"In pursuit of wisdom and knowledge, investigation contemplation of the nature of being knowledge of the causes and laws of all things. The principles Underlying any sphere of knowledge, reasoning."
Oxford Advanced Learners Dictionary তে এটিকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে -
"Search for knowledge and understanding of the nature and meaning of the Universe and human life."
আজ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে বিদ্যমান বিভিন্ন বস্তুর, তার কারণ তথা কার্য করার সিদ্ধান্ত আদিকে তর্ক ও ঊহার আধারে জানার চেষ্টা করাকেই দর্শন বলা হয়। এতে স্পষ্ট হচ্ছে যে বিজ্ঞান এবং দর্শন উভয়ের উদ্দেশ্য হল ব্রহ্মাণ্ডকে জানার চেষ্টা করা। উভয় প্রক্রিয়ার মধ্যে কিছু ভেদ রয়েছে অবশ্য কিন্তু উভয়ের উদ্যেশ্যটি হল সমান। বিজ্ঞানের ক্ষেত্র মানব টেকনিকের সামর্থ্য পর্যন্ত সীমিত আর দর্শনের ক্ষেত্র চিন্তন, মনন, ঊহার সীমানাগুলো পর্যন্ত ছড়িয়ে রয়েছে। কখনও বিজ্ঞান পর্যবেক্ষণ আদি কর্মের বিদ্যমানতার মধ্যেও মূল কারণ বা নিয়মাদি বিষয়ের মধ্যে বিভ্রান্ত হতে পারে, তো কখনও দর্শনও দার্শনিকগণের (বিশেষ করে পরম সিদ্ধ য়োগীদের বাদ দিলে) কল্পনার স্রোতে বয়ে ভ্রান্ত হতে পারে। আমাদের উভয় পদ্ধতিতেই বিবেক সম্মত ব্যবহারের চেষ্টা করা উচিত। এখন আমরা বিজ্ঞান ও দর্শনের সীমা আর সমন্বয়কে দেখানোর সঙ্গে সৃষ্টির একটি নিয়মের উপর বিচার করবো। যখন আমরা এটার উপর চিন্তন করি যে এক ধনাবেশিত বস্তু অপর ঋণাবেশিত বস্তুকে কেন আকর্ষিত করে? তখন এই জ্ঞানের প্রক্রিয়াতে সর্বপ্রথম আমাদের এটা অনুভব হয় যে বিপরীত আবেশকারী কোনো বস্তুও একে অপরকে আকর্ষিত করে। এখানে আকর্ষণ বল রয়েছে, তো সেটির কারণও হবে, এটা চিন্তন করা দর্শনের ক্ষেত্র। কোনো দুটি বস্তু পরস্পর নিকট আসছে, তখন তার মাঝে কোনো আকর্ষণ বল কাজ করে থাকবে, এটা জানাও দর্শনের ক্ষেত্র। এখন সেই আকর্ষিত হতে থাকা বস্তুর উপর বিপরীত বৈদ্যুত্ আবেশ রয়েছে, এটা বলা বিজ্ঞানের কাজ। এই আবেশ কিভাবে কাজ করে? এটা বলাও বিজ্ঞানের কাজ। বর্তমান বিজ্ঞান জেনেছে যে যখন দুটি বিপরীত আবেশকারী কণা যখন নিকটে আসে, তখন তাদের মাঝে Virtual Photons উৎপন্ন আর সঞ্চারিত হতে থাকে। এই Particles (Photons) -ই আকর্ষণ বলের কারণ হয়। এই Particles বর্তমান বিজ্ঞানের মতে সেই দুই কণার মাঝে বিদ্যমান Space -কে সংকুচিত করে সেই কণাকে পরস্পর নিকটে নিয়ে আসার কাজ করে। এই প্রক্রিয়াকে জানা বিজ্ঞানের কাজ। যদিও বিজ্ঞানের সীমা এখানে সমাপ্ত হয়ে যায়। কিন্তু এরপর দর্শন বা বৈদিক বিজ্ঞানের সীমা প্রারম্ভ হয়ে যায়।
যখন আমি জিজ্ঞেস করি যে, ধন ও ঋণ বৈদ্যুত আবেশযুক্ত কণার পরস্পর নিকটে আসতেই Virtual Particles কোথা থেকে ও কেন প্রকট হয়ে যায়? তখন বৈজ্ঞানিক উত্তর দেয় যে এটির উত্তর আমরা জানি না। যেখানে বর্তমান বিজ্ঞানের কাছে উত্তর পাওয়া যায় না, সেখানে বৈদিক বিজ্ঞান বা দর্শন উত্তর দিয়ে দেয়। এই উত্তর বৈদিক ঋষিদের বা বেদের মহান বিজ্ঞান দ্বারা পাওয়া যাবে, যাকে আমরা কোনো পৃথক্ পুস্তকে স্পষ্ট করবো। এখানে আমি বলতে চাই যে, বর্তমান বিজ্ঞান কোনো বল -এর কাজ করার প্রক্রিয়াকে বলে থাকে, অপরদিকে বৈদিক বিজ্ঞান কিংবা দর্শন তারও আগে এগিয়ে গিয়ে বলে দেয় যে সেই বলটির প্রক্রিয়া কেন হচ্ছে আর মূল প্রেরক বলটি কি? সেখানে আমরা এটা সিদ্ধ করবো যে সকল জড় বলের মূল প্রেরক বলটি হল চেতন পরমাত্মা তত্বের বল। এখানে বর্তমান বিজ্ঞান না তো আমাদের এই প্রশ্নের উত্তর দেয় আর না ঈশ্বর তত্বের মূল প্রেরক বলটির সত্তাকে স্বীকার করে। এরকম দুরাগ্রহ কোনো বৈজ্ঞানিকের জন্যই উচিত নয়। তাকে হয় সমস্যার সমাধান করা উচিত অথবা বৈদিক বৈজ্ঞানিকদের নিকট সমাধান জিজ্ঞেস করা উচিত।
এখানে আমরা চর্চা করছিলাম যে, ব্রহ্মাণ্ডের মধ্যে আধুনিক বিজ্ঞান দ্বারা স্বীকৃত মূলকণা অনাদি হতে পারবে না আর তাই তাতে হওয়া যেকোনো প্রকারের ক্রিয়া বা গতিও অনাদি হতে পারবে না। এখন যদি কেউ এখানে জিদ করে বলে যে, মনে করুন যে মূলকণা প্রাণাদি সূক্ষ্ম পদার্থ বা প্রকৃতি রূপ সূক্ষ্মতম পদার্থ দ্বারা নির্মাণ হয়েছে, তবুও সেই সূক্ষ্ম বা সূক্ষ্মতম কারণ পদার্থের মধ্যে গতি অনাদি কেন হতে পারবে না? কেন এটির জন্য চেতন ঈশ্বর তত্বের আবশ্যকতা হবে?
এই বিষয়ে আমি এইভাবে বিচার করি যে -
এই সৃষ্টিতে যেসব গতি এবং বলের অস্তিত্ব রয়েছে, সেটা পদার্থের সূক্ষ্মতম অবস্থা পর্যন্ত প্রভাবী হবে। পদার্থের অণুতে হওয়া যেকোনো ক্রিয়া, বল আদির প্রভাব তাতে বিদ্যমান আয়ন্স পর্যন্ত হয়ে থাকে। আয়ন্সের মধ্যে হতে থাকা প্রত্যেক গতি ও বল আদির প্রভাব বা সম্বন্ধ ইলেকট্রন্স, প্রোটন্স, নিউট্রন্স বা ক্বার্স ও গ্লুআন্স পর্যন্ত হয়ে থাকে। আমার বিশ্বাস যে, বর্তমান বিজ্ঞানও এটিকে মিথ্যা বলবে না। এই সূক্ষ্ম কণার গঠন ও স্বরূপের বিষয়ে বর্তমান বিজ্ঞান অনভিজ্ঞ, এই কারণে এতে হওয়া গতি, ক্রিয়া, বল আদির প্রভাবের ব্যাপকতার বিষয়ে তারা অনভিজ্ঞ। এই প্রভাব প্রাণ, মন ও বাক্ তত্ব পর্যন্ত ব্যাপ্ত হয়ে থাকে, যা মূল প্রকৃতি ও ঈশ্বরের মধ্যে সমাপ্ত হয়ে যায়। বস্তুতঃ ঈশ্বর তত্বটিতে কোনো ক্রিয়া হয় না আর প্রকৃতিতে ক্রিয়া ঈশ্বরীয় প্রেরণা দ্বারা হয়ে থাকে, কিন্তু তারফলে প্রকৃতির মূল স্বরূপ পরিবর্তিত হয়ে যায়। এইসব জ্ঞান বর্তমান বিজ্ঞান বা টেকনিক দ্বারা হওয়া সম্ভব নয়। গতি ও বলের ব্যাপ্তির পশ্চাৎ আমরা এটাও বিচার করবো যে, এই ব্রহ্মাণ্ডে হতে চলা প্রত্যেক ক্রিয়া অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ পদ্ধতি দ্বারা হচ্ছে। সমস্ত সৃষ্টি অনায়াস কোনো ক্রিয়ার পরিণাম নয়, বরং প্রত্যেক ক্রিয়া অত্যন্ত পদ্ধতিগতভাবে ও বিশেষ প্রয়োজনানুসার হচ্ছে। মূলকণা, ক্বাণ্টা আদি সূক্ষ্ম পদার্থ কিংবা বিভিন্ন বিশাল লোক লোকান্তর আদি পদার্থ জড় হওয়ার কারণে না তো বুদ্ধিমত্তাপূর্ণ ক্রিয়াগুলো করতে পারে আর না তারা নিজের ক্রিয়ার প্রয়োজনও বুঝতে পারে।
Stephen Hawking, যিনি তার নিজের পুস্তক "The Grand Design" এ ঈশ্বরের সত্তাকে নিজের অবৈজ্ঞানিক কুতর্ক দ্বারা অস্বীকারের অসফল চেষ্টা করেছেন, সেখানে শরীরে জীবাত্মার সত্তাকেও অস্বীকার করার অসফল চেষ্টা করেন। তিনি তারমধ্যে রোবট এবং পরগ্রহী জীবের মধ্যে ভিন্নতা করেন, তারপরও পরগ্রহী জীবে স্বতন্ত্র ইচ্ছা ও বুদ্ধিযুক্ত আত্মাকে মানেন না। এই জিদটাই বর্তমান বিজ্ঞানকে বিনাশকারী ভোগবাদী মার্গে নিয়ে যাচ্ছে। তিনি লিখেছেন -
"How can one tell if a being has free will? If One encounters an alien, how can one tell if it is just a robot or it has a Mind of its own? The behavior of a robot would be completely determined, unlike that of a being with free will. Thus one could in principle detect a robot as a being whose actions can be predicted. As we said in Chapter 2, this may be impossibly difficult if the beings large and complex. We can not even solve exactly the equations for three or more particles interacting with eachother. Since an alien the size of a human would contain about a thousand trillion trillion particles even if the alien were a robot, it would be impossible to sole the equations and predict what it would do. We would therefore have to say that any complex being has free will-not as a fundamental feature, but as an effective theory, admission of our inability to do the calculations that would enable us to predict its actions." (The Grand Design - P. 178)
এখানে পাঠক ভাবুন যে, যদি Thousand trillion trillion particles -ই বুদ্ধি, ইচ্ছার উৎপত্তির কারণ হতে পারে, তবে কি রোবটের মধ্যে এত কণা হয় না? সেটিও তো সেই মূলকণা দ্বারা নির্মিত হয়েছে, যারদ্বারা আমাদের শরীর নির্মিত হয়েছে। অণুর স্তরের উপরেই ভেদ রয়েছে, অন্যথা প্রায়শই পরমাণুর স্তরে কোনো ভেদ নেই, মূলকণা স্তরে তো নিতান্ত সমানতা রয়েছে। তাহলে কিভাবে কণার সংখ্যা মাত্রের কারণে ভেদকে মেনে নেন আর জীবের ব্যবহারকে কেবল এই আধারে অজ্ঞায় বলে দেন? আজ একটি মানুষ অনেক স্বচালিত রোবটের নির্মাণ করতে পারে কিন্তু অনেক রোবটস্ মিলেও বিনা মানুষের প্রেরণা ও নিয়ন্ত্রণে একটা মানুষ তো কি, স্বয়ং একটি রোবটের নির্মাণও কি করতে পারবে? এই অবৈজ্ঞানিকতা ও দম্ভপূর্ণ পুস্তকে জন্ম, মরণ, ইচ্ছা আদিকে যে প্রকারে বোঝানো হয়েছে, তা বাস্তবে হকিং সাহেবকে বৈজ্ঞানিকের স্থানে এক প্রতিক্রিয়াবাদী দুরাগ্রহী (একগুঁয়ে) নাস্তিক দার্শনিকের রূপে প্রস্তুত করেছে। এটিকে পড়ে আমার মনে এনার প্রতি যা সম্মান ছিল, তা প্রায় সমাপ্ত হয়ে গেছে। ওনার প্রত্যেক তর্কের উত্তর সরলতার সঙ্গে দেওয়া যেতে পারে কিন্তু এই গ্রন্থে জীবের সত্তার (অস্তিত্বের) সিদ্ধি আবশ্যক নয়, তবুও এখানে আমি সংক্ষেপে কিছু বিচার রাখবো।
রোবটে ইচ্ছা, জ্ঞান, প্রয়ত্ন, দ্বেষ, সুখ ও দুঃখ এসব কোনো গুণ হয় না। সেটি কোনো মনুষ্য দ্বারা নির্মিত ও সঞ্চালিত হয়। অন্যদিকে যেকোনো জীবিত প্রাণী কোনো অন্য দ্বারা সঞ্চালিত হয় না, বরং প্রত্যেক কর্ম করতে স্বতন্ত্র হয়ে থাকে। আজ হকিং সাহেবের মতো যেকোনো বৈজ্ঞানিক ইচ্ছা, জ্ঞান আদি গুণ দ্বারা যুক্ত ব্যবহারের কথিত ব্যাখ্যা করে জীবাত্মার অস্তিত্বকে অস্বীকারের চেষ্টা করছে, তারা বস্তুতঃ এইপ্রকারের যে, যেমন কোনো ব্যক্তি কোনো রাঁধুনির দ্বারা রান্না করা ব্যঞ্জনের ব্যাখ্যাতে আগুন, জল, আটা, চিনি, দুধ, ঘী, করাই, চামুচ আদি সব কিছুর কাজের কথা বলছে, এই খাদ্য পদার্থে নানা পরিবর্তনের রাসায়নিক প্রক্রিয়াকে বলছে কিন্তু রাঁধুনির চর্চাই করছে না, বরং তার অস্তিত্বকেই অস্বীকার করা হচ্ছে। এরকম কথিত বৈজ্ঞানিক ব্যাখ্যা বাস্তবে অবৈজ্ঞানিক ও দুরাগ্রহপূর্ণই হয়ে থাকে।
এসব বৈজ্ঞানিক এইভাবে এই সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা করার সময় তার নির্মাতা, নিয়ন্ত্রক বা সঞ্চালক অসীম বুদ্ধি ও বল দ্বারা সম্পন্ন চেতন পরমাত্মা তত্বের শুধু উপেক্ষাই করে না, বরং তার অস্তিত্বকেও অস্বীকার করতে পা থেকে মাথা পর্যন্ত জোর লাগায়। আমি নিঃসন্দেহে বৈজ্ঞানিকদের এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোর প্রশংসা করবো, নিশ্চয়ই তারা মূল ভৌতিকীর ক্ষেত্রে সতত গম্ভীর অনুসন্ধান করছে আর করাও উচিত কিন্তু তারা এই সম্পূর্ণ উপক্রমে চেতন নিয়ন্ত্রক, নিয়ামক তত্বকে সর্বথা উপেক্ষিত করে দেয়, এটাই হল কারণ যে, বিজ্ঞান বর্তমান মূল ভৌতিকীর অনেক সমস্যাগুলোকে আজ পর্যন্ত সমাধান করতে পারেনি। আর এই কারণে বিজ্ঞানের History of the time এর মধ্যে ভারী মাত্রায় ভুল রয়েছে, ঊর্জা - দ্রব্য সংরক্ষণের ভঙ্গ হওয়ার সমস্যা রয়েছে, "কেন" ও "কি" এর মতো প্রশ্নের উত্তর না খুঁজে পাওয়ার সমস্যা রয়েছে, বস্তুতঃ সর্বত্র সমস্যাই সমস্যা রয়েছে।
এসব লেখার অভিপ্রায় হল এটাই যে, সম্পূর্ণ জড় জগতে যেসব বল ও গতি বিদ্যমান রয়েছে, সেসবের পিছনে চেতন ঈশ্বর তত্বেরই মূল ভূমিকা রয়েছে। আবার প্রাণীদের শরীরে আত্মার ভূমিকা থাকে। প্রত্যেক গতির পিছনে কোনো না কোনো বলের ভূমিকা থাকে। কেবল বলের ভূমিকা দ্বারা গতি যদৃচ্ছয়া, নিষ্প্রয়োজন এবং অব্যবস্থিত হবে কিন্তু সৃষ্টি হল এক ব্যবস্থিত, বুদ্ধিগম্য ও সপ্রয়োজনীয় রচনা, এই কারণে এরমধ্যে বলের সঙ্গে মহতী প্রজ্ঞারও ভূমিকা অবশ্যই রয়েছে। বল ও বুদ্ধি কিংবা ইচ্ছা, জ্ঞান আদির হওয়া কেবল চেতনের মধ্যেই সম্ভব। সেই চেতন তত্বকেই ঈশ্বর বলা হয়। এই তত্বের উপর বিচার করাটা বর্তমান বিজ্ঞানের সামর্থ্য নেই, এই জন্য বর্তমান বৈজ্ঞানিকদের ভৌতিক বিজ্ঞানের সঙ্গে-সঙ্গে দর্শন শাস্ত্র, যেখানে ঈশ্বর, জীব রূপী সূক্ষ্মতম চেতন তত্ব এবং প্রকৃতি, মন, প্রাণ, আদি সূক্ষ্মতর জড় পদার্থের বিচার করা হয়, এর উপরেও চিন্তন করা উচিত, এরদ্বারা বর্তমান ভৌতিক বিজ্ঞানের অনেক সমস্যাগুলোর সমাধান করতে সহায়তা পাবে।
Subscribe YouTube Channel:
https://youtube.com/c/VaidicPhysics


No comments:
Post a Comment
ধন্যবাদ