ঐতরেয় উপনিষদ ৩/১ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

06 October, 2021

ঐতরেয় উপনিষদ ৩/১

 ঐতরেয় উপনিষদ ৩/১,২

#এই 'আত্মা' কে, আমরা যার উপাসনা করি, এবং সেই 'আত্মা' কে যার সাহায্যে 'রূপ' দর্শন করে থাকি, 'শব্দ' শ্রবণ করে থাকি, 'গন্ধ' গ্রহণ করি, 'বাণী' ব্যক্ত করি, এবং যার সাহায্যে স্বাদ-অস্বাদ পদার্থ কে জানতে পারি ?
#এই প্রশ্নের উত্তরে ঐতরেয় ঋষি বলেন, এই যে হৃদয় ও মন রয়েছে, আর যে সংজ্ঞান, আজ্ঞান (আজ্ঞা দেওয়া, ঈশ্বর ভাব) বিজ্ঞান, প্রজ্ঞান (উৎকৃষ্ট জ্ঞান), মেধা, দৃষ্টি, ধৃতি, মতি (মনন), মনীষা (প্রতিভা) জুতি (বেগ, শক্তি, প্রেরণা), স্মৃতি, সংকল্প, ক্রতু (কর্মশীলতা, পরিশ্রম করা) অসু (প্রাণ), কাম (কামনা) ও বশ এই সমস্ত কার্যও সেই জীবাত্মার কারণে হয়ে থাকে। -[সতব্রত সিদ্ধান্তালংকার]

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

বৈদিক রশ্মি বিজ্ঞানম্

ভূমিকা বেদ হল সংসারের সবথেকে প্রাচীন গ্রন্থ, এটা তো সর্ববিদিত, কিন্তু বেদের পরিচয় কেবল এটুকুই নয়। যে গ্রন্থ সবথেকে পুরোনো হবে, সেটাই যে সব...

Post Top Ad

ধন্যবাদ