।। ইহলোকেই পরমাত্মাকে জানতে পারা যায় ।।
" ই হৈব সস্তোহথ বিদ্মস্তদ্ বয়ং, ন চেদ্ অবেদীম হতীবিনষ্টিঃ
যে তদবিদুঃ অমৃতাস্তে ভবন্তি, ত্যথেতরে দুঃখমেবাপি যস্তি"।(বৃহদারণ্যক ৪।৪।১৪)
অর্থাৎঃ" ইহলোকেই থেকেই পরমাত্মাকে জানতে পারা যায়। যাঁরা জানতে পারেন তাঁরাই অমৃত হ'ন। যদি তা না হয় তাহলে মহতী বিনষ্টি । মৃত্য এবং পুনর্জন্মের ভিতর দিয়ে দঃখ ভোগ হয়"।

No comments:
Post a Comment
ধন্যবাদ