আত্মার বৈশিষ্ট - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

12 October, 2018

আত্মার বৈশিষ্ট

 বৈশেষিক ৩/২/৪ সূত্র অনুসারে যখন আত্মা মরণশীল শরীরে থাকে তখন আত্মার বিস্তারিত বৈশিষ্ট গুলি হল -

🔸শ্বাস গ্রহণ , শ্বাস ত্যাগ , সংকোচন , শিথিলকরণ , মন এবং আত্মবোধ , চলাচল , ইন্দ্রিয় এবং কাজ করার অঙ্গকে নিয়ন্ত্রণ , রূপান্তর । আত্মা যখন একটি শরীরের মধ্যে থাকে , এই বৈশিষ্ট গুলি উদ্ভাসিত হয় ।যখন এটি শরীর ছেড়ে যায় , এই বৈশিষ্ট গুলি আর উপস্থিত থাকে না । এই সকল বিষয় গুলো থেকে জ্ঞানীগণ আত্মার অস্তিত্ব উপলব্ধি করেন ।

🔸
আত্মা এবং ঈশ্বর উভয়ই চেতন এবং পবিত্র । উভয়ই অমর , অজাত এবং অনমনীয় । কিন্তু মহা বিশ্বের সৃষ্টি কর্তা , মহাবিশ্বের ব্যবস্থাপক , মহাবিশ্বের ধ্বংসকারী , অসীম জ্ঞান , অসীম শক্তি , অসীম সুখ ইত্যাদি মত অতিরিক্ত বৈশিষ্ট ঈশ্বরের আছে ।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

বৈদিক রশ্মি বিজ্ঞানম্

ভূমিকা বেদ হল সংসারের সবথেকে প্রাচীন গ্রন্থ, এটা তো সর্ববিদিত, কিন্তু বেদের পরিচয় কেবল এটুকুই নয়। যে গ্রন্থ সবথেকে পুরোনো হবে, সেটাই যে সব...

Post Top Ad

ধন্যবাদ