অন্ন অর্থ কি শুধু ভাত? - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

16 February, 2018

অন্ন অর্থ কি শুধু ভাত?

অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ।
                         প্রাণাপানসমাযুক্তঃ পচাম্যন্নং চতুর্বিধম্।।                              
                                                                                                                                                              অর্থাৎঃ আমিই প্রাণিগণের দেহে বৈশ্বানর অগ্নিরূপে স্থিত হয়ে প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত চতুর্বিধ অন্নকে পরিপাক করি। 
গীতা ১৫ অধ্যায়ের ১৪ শ্লোক
সাধারনত আমরা ভাত কে অন্ন বলে থাকি।কিন্তু আমরা খাদ্য হিসাবে যা গ্রহন করি তাকে অন্ন বলা হয়।
অন্ন কে চার ভাগে ভাগ করা হয়েছেঃ
১.চব্য(যা আমরা চিবিয়ে চিবিয়ে খাই)
২. চোষ্য (যা আমরা চুষে চুষে খাই)
৩.লেহ্য (যা আমরা জিহ্বা দ্বারা চেটে খাই)
৪. পেয় (যা আমরা পান করি)

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অথর্ববেদ ১৪/১/১৯

অথর্ববেদ ১৪/১/১৯ ( মন্ত্রাঃ ৬-৬৪। বিবাহসংস্কারোপদেশঃ- ) ঋষিঃ — আত্মা। দেৱতা — তৃষ্টুপ্। ছন্দঃ — সবিত্রী, সূর্যা। সূক্তম্ — বিবাহ প্রकরণ সূক্...

Post Top Ad

ধন্যবাদ