যজুর্বেদ অধ্যায় ১৬ মন্ত্র ৩ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

11 September, 2016

যজুর্বেদ অধ্যায় ১৬ মন্ত্র ৩

যামিষুং গিরিশন্ত হস্তে বিভর্ষ্যস্তবে।

            শিবাং গিরিত্র তাং কুরু মা হিংসীঃ পুরুষং জগৎ।। যজুর্বেদ- ১৬।৩

পদার্থঃ- ( গিরিশন্ত) বেদবাণী দ্বারা শান্তির বিস্তারকারী পরমেশ্বর! (যাম্ ইষম) যেই প্রেরণাকে (অস্তবে) চারদিকে প্রসারিত করার জন্য ( হস্তে বিভর্ষি) তুমি জ্ঞান দ্বারা ধারণ করো,( তাম্) সেই জ্ঞান -প্রেরণাকে তুমি আমাদের জন্য ( শিবাম্) কল্যাণকারী ( করু) করো, ( জগৎ পুরুষম্) ক্রিয়াশীল ব্যাক্তিকে ( মা হিংসীঃ) হিংসিত হতে দিওনা।

ভাবার্থ- হে পরমেশ্বর! তুমি বেদবাণী বিস্তারকারী, আমরা তা গ্রহনকারী। তোমার প্রেরণাকে গ্রহণ করে নিজেদের কল্যাণ করতে পারি। কেননা তুমিই জ্ঞান দ্বারা প্রেরণাকে ধারণ করাও। যারা তোমার প্রেরণা অনুসারে চলেন তাদের তুমি হিংসিত করো না।।
ওম্ শান্তি।।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

বৈদিক রশ্মি বিজ্ঞানম্

ভূমিকা বেদ হল সংসারের সবথেকে প্রাচীন গ্রন্থ, এটা তো সর্ববিদিত, কিন্তু বেদের পরিচয় কেবল এটুকুই নয়। যে গ্রন্থ সবথেকে পুরোনো হবে, সেটাই যে সব...

Post Top Ad

ধন্যবাদ