তেষু সম্যগ্বর্ত্তমানো গচ্ছত্যমরলোকতাম্।
যথা সঙ্কল্পিতাংশ্চেহ সর্বান্কামাৎসমশ্রুতে।।
(মনু ২/৫)
.
ভাষার্থঃ (তেষু) উক্ত শাস্ত্রোক্ত কর্মে (সম্যগ্বর্ত্তমানঃ) উত্তম প্রকারে যুক্ত পুরুষ (অমরলোকতাং) মোক্ষ কে (গচ্ছতি) প্রাপ্ত হয় (চ) এবং (ইহ) এই লোকেও (যথা, সঙ্কল্পিতান্) যেমন সঙ্কল্প কে কামনা করেন তা অনুসারে (সর্বান কামান্) সমস্ত কামনা কে (সমশ্রুতে) প্রাপ্ত হয়।
.
ভাবার্থ= শাস্ত্রোক্ত কর্মের ভালো প্রকারে অনুষ্ঠানকারী পুরুষ মোক্ষ প্রাপ্ত হয়ে থাকে এবং এজন্মে তিনি যা সংকল্প করেন সেই সকল কিছু ও প্রাপ্ত হন। অর্থাৎ বোদোক্ত শাস্ত্রকর্মকারী ইহলোক ও পরলোক উভয়স্থানেই আনন্দ ভোগ করেন।

No comments:
Post a Comment
ধন্যবাদ